Fri. Oct 18th, 2019

রঙিন অক্ষর সম্পর্ক

শ্রী মুখার্জী

1 min read
Spread the writing

ব্যথাতুর

আমরা যারা মনের নাবিক, মিলছেনা যার অন্ত
তারাই পরে চোখ ভিজিয়ে, শোকের পাশে ঘুমন্ত।
|||||||||||||||||||||||||||||||

উড়নচন্ডী

প্রেমিকা তুমি বড্ডো জটিল
চোখের জল ছুঁয়ে যায় আয়না
উড়নচন্ডী, মর্জি মাফিক
কোনো নিয়ম মানতে চায়না।
|||||||||||||||||||||||||||||||

অলিখিত

রাত কাটলে তুমিও লিখো, কাব্যকথা শোকের
আমরা ভাবি বড্ডো জটিল, আসলে তা লোকের।
|||||||||||||||||||||||||||||||

জন্ম ৫ই সেপ্টেম্বর ২০০১। জন্মস্থান উত্তর ২৪ পরগনা জেলার সোদপুর অঞ্চলের সুখচর এলাকায়। কবির বেড়ে ওঠা এইচ বি টাউন অঞ্চলের অন্তর্গত এলাকায়। শিক্ষা সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন গার্লসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি আকর্ষণ। বরাবরই কবিতাপ্রেমী এবং স্বাধীনচেতা। অবসরযাপনে লেখালেখি একমাত্র সঙ্গী।

মরণসম

তারপরে যেই আদর নামে, রোদপিয়ানোর ঘরে
শোকের গায়ে আতর ছেটে, পুড়ে যাওয়া অন্তরে। |||||||||||||||||||||||||||||||

প্রেমখানি

নীলচে খামে হলদে শহর, একগোছা জুঁই
ডাকবাক্স, পিওন-চিঠি, স্মৃতি জুড়ে তুই।

|||||||||||||||||||||||||||||||

মানুষের মতো

মনকেমনের হিসেব শেষে, জড়িয়ে পড়ে দর্শক
কটূক্তিদের দ্বন্দ্ব প্রিয়, আর স্নেহের শুধু স্পর্শ।
|||||||||||||||||||||||||||||||

যাপিত সুখ

থামবে তুমি দিনের শেষে, শরীর ঘেঁষে ঠেকলে মাথা।
গল্পগুলো শান্ত, নিবিড় ; তারার গায়ে সুখ গাঁথা।
|||||||||||||||||||||||||||||||

শব্দে বোবা

ভাঙলে পরে স্বল্প জেদি, ভিতর ভীষণ স্পর্শকাতর
আমরা যারা শব্দে বোবা, ভাঙতে চাইছি আর ও। |||||||||||||||||||||||||||||||

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “শ্রী মুখার্জী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *