Mon. Feb 17th, 2020

রঙিন অক্ষর সম্পর্ক

সায়ন্তিনী গাঙ্গুলী

1 min read
Spread the writing

বৃষ্টি

বৃষ্টি দেখবো দামাল দস্যিপনায়।
ঘন কুয়াশায় গাঢ় অভিমানে।
ফোঁটায় ফোঁটায় তীব্র আদরের স্পর্শ।
রোঁয়া ওঠা সোয়েটারের কাঁধ বেয়ে নামা পারদ…
হাত জাপটে অকাল শ্রাবণে উষ্ণায়ন ঘনীভূত,ঠোঁটের চুমুক কপাল ছুয়েঁ ঠোঁটে…
তারা উষ্ণতা মাপে না…মাপে না,নীল প্রেক্ষাপটে আগুনের উত্তাপ…
বৃষ্টি নামে…
টুকরো টুকরো মনের কাচে হাজার চাঁদের আঞ্জুমানে…
ভেজা পথে তাদের আদর জুড়ে…
গহীন ছায়ার আড়ালে জ্বলে নিভে ওঠা তারাগুলো;
মন সেঁকে ওমের চাদর মুড়ে…।
প্রেমের মলাট।অন্তহীন,অনুভূতি ঘিরে…
প্রিয় গানদের আঁকি-বুঁকি দেওয়ালের নকশায়।
বৃষ্টি…খুঁজি নানান অজুহাতে প্রিয় গন্ধে-
হারিয়ে যাওয়ার মনের শরীর জুড়ে এ উষ্ণতা থাক জারি…
এমন দামী বসন্ত মেখো সঙ্গোপনে,
মাতাল হাওয়ায় স্পর্শকাতর আমিও জেনো,গভীর আগুন ঝরাতে পারি…

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *